ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩২৬

বিনোদন জগত বাঁচাতে সংসদে আর্থিক প্যাকেজের আর্জি নুসরাতের 

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৫ ১৭ সেপ্টেম্বর ২০২০  

করোনাকালে বিনোদন জগতের জন্য সংসদে আর্থিক প্যাকেজের আর্জি জানালেন টালিউড অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। বুধবার পশ্চিমবঙ্গের লোকসভায় তিনি বলেন, প্রাণঘাতী ভাইরাসে বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন ফিল্ম ইন্ডাস্ট্রি। বাংলা চলচ্চিত্র শিল্পের অবস্থাও শোচনীয়। অগনতি মানুষ কাজ হারিয়েছেন। তারা যাতে ঘুরে দাঁড়াতে পারেন, সেজন্য রিলিফ প্যাকেজের ব্যবস্থা করা হোক।

 

কলকাতার সিনেমা হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা নিয়ে সম্প্রতি টুইট করেন আরেক অভিনেতা-সাংসদ দেব। তবে শুধু হল ও তার সঙ্গে যুক্ত কর্মীরাই নন, নুসরাতের বক্তব্যে এদিন উঠে এসেছে ক্যামেরার নেপথ্যে কাজ করা অসংখ্য শিল্পী, টেকনিশিয়ানদের কথাও। 

 

আনন্দ প্লাসকে তিনি বলেন,  রাজ্য সরকার যথাসম্ভব সাহায্যের চেষ্টা করছে। এবার কেন্দ্রকেও এগিয়ে আসতে হবে। ইন্ডাস্ট্রি নিয়ে যখন প্রতিদিন সংবাদমাধ্যম সরগরম, মিডিয়া ট্রায়াল, ড্রাগস নিয়ে এত কথা হচ্ছে, তখন এ জরুরি বিষয়টিই বা কেন উপেক্ষিত থাকবে?
 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর